07 July, 2025

এইচএমপি‌ভি: স্বাস্থ্যঝুঁকিতে দেশ

January 11, 2025 | 11 পৌষ 2025

মীর আব্দুল আলীম

Article Image

বিশ্বজুড়ে ভাইরাস সংক্রমণের তালিকায় নতুন এক নাম যোগ হয়েছে—হিউম্যান মেটাপনিউমোভাইরাস বা এইচএমপি‌ভি। সম্প্রতি দক্ষিণ এশিয়াসহ বিভিন্ন দেশে এই ভাইরাস শনাক্ত হয়েছে। যা মানবদেহে ফ্লুর মতো উপসর্গ সৃষ্টি করে, শ্বাসকষ্টে শিশু, বৃদ্ধ এবং রোগ প্রতিরোধক্ষমতা কম এমন ব্যক্তিদের জন্য মারাত্মক হতে পারে। বিজ্ঞানীরা বলছেন, করোনাভাইরাসের মতোই এটি অতি সংক্রামক। ফলে একে গুরুত্বের সঙ্গে নেওয়া প্রয়োজন। চিকিৎসা-সুবিধার ঘাটতি এবং স্বাস্থ্যসেবা-ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে বাংলাদেশের মতো দেশে এটি আরো বড় ঝুঁকি হয়ে উঠতে পারে। এ সময় এই ভাইরাস শনাক্ত ও প্রতিরোধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

 

প্রতিবছর শীতের মৌসুমে বিভিন্ন ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পায়। এবার ঢাকায় শিশুদের ক্ষেত্রে এইচএমপি‌ভি ভাইরাসের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। ঢাকা শিশু হাসপাতালের এক প্রতিবেদনে দেখা গেছে, ডিসেম্বর ২০২৩ থেকে জানুয়ারি ২০২৪-এর মধ্যে ১০০ শিশুর শ্বাসতন্ত্রের সংক্রমণ পরীক্ষার মাধ্যমে এই ভাইরাস শনাক্ত হয়েছে। এটি সত্যিই উদ্বেগের। কারণ, দেশে শিশুদের চিকিৎসার জন্য হাসপাতালে জায়গা সংকট এবং অপর্যাপ্ত চিকিৎসা-সুবিধার কথা সবার জানা। সেখানে এমন নতুন ভাইরাস বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে।

 

স্বাস্থ্য বিশেষজ্ঞ ও গবেষকরা এইচএমপি‌ভি শনাক্ত হওয়ার পর পর্যালোচনা করেছেন এবং বলছেন, এটি ঠেকাতে হলে দ্রুত উদ্যোগ নিতে হবে। জনগণের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে। স্বাস্থ্যব্যবস্থার প্রস্তুতি গ্রহণ করতে হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে যেকোনো মহামারি বা স্বাস্থ্যঝুঁকির বিষয় যথাসময়ে গুরুত্ব পায় না। উদাহরণ হিসেবে ২০২০ সালের করোনা মহামারির প্রস্তুতির অভাব এবং সঠিক পদক্ষেপ নিতে দেরি হওয়ার কথা বলা যায়। বর্তমান এই ভাইরাস পরিস্থিতিতে যেন সেই ভুলের পুনরাবৃত্তি না হয়, তা নিশ্চিত করা জরুরি।

 

প্রযুক্তির দিক থেকে দেশের হাসপাতালগুলোতে শয্যা সংখ্যা বৃদ্ধি, প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী ও চিকিৎসকদের প্রশিক্ষণ জরুরি। স্বাস্থ্যসেবা-ব্যবস্থায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও বাস্তবায়নের প্রয়োজন। দেশের জনগণ সঠিক স্বাস্থ্যসেবা পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। সরকারের নীতিনির্ধারকরা এসব বিষয়ে নজর দিতে ব্যর্থ হচ্ছেন।

 

এইচএমপি‌ভি ভাইরাসের প্রাদুর্ভাব স্বাস্থ্যসেবার সামগ্রিক দুর্বলতাগুলো সামনে নিয়ে এসেছে। দ্রুত পদক্ষেপ না নিলে এর প্রভাব শুধু শিশুদের নয়, দেশব্যাপী বড় ধরনের সংকট তৈরি করতে পারে। এখনই সতর্ক হওয়া প্রয়োজন।

 

মীর আব্দুল আলীম

কলামিস্ট ও গবেষক

Related Articles

  • দেশে ঘনঘন ভূমিকম্প
  • ওরা মানুষ ; আমরা গরু ছাগল!
  • বিশুদ্ধ পানি বনাম প্রেক্ষিত বাংলাদেশ

Follow Us

More News

Updates
News Image

বিশুদ্ধ পানি বনাম প্রেক্ষিত বাংলাদেশ


মী র আব্দুল আলীম : <p><strong>বিশুদ্ধ পানি: এক�... ...বিস্তারিত


15 Sep, 2024
News Image

Bangladesh’s economic woes amid global crisis


মী র আব্দুল আলীম : <p>Bangladesh’s economic and social framework is cur... ...বিস্তারিত


11 Jan, 2025
News Image

দৈনিক ইনকিলাবে প্রকাশিত কলাম


মী র আব্দুল আলীম : <p>মীর আব্দুল আলীম&nbsp;</p> ...বিস্তারিত


16 Sep, 2024

© 2024 News Website. All Rights Reserved.